নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের জন্য তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। শনিবার প্রকাশিত তৃতীয় প্রার্থী তালিকায় মোট ৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এদিন জয়সিংহপুর (এসসি), মানালি, পাওনটা সাহিব ও কিন্নর (এসটি) বিধানসভা আসনের জন্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস।
জয়সিংহপুর (এসসি) আসনে ইয়াদভিন্দর গোমাকে প্রার্থী করেছে কংগ্রেস। মানালি বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী হলেন ভূবনেশ্বর গৌড়, পাওনটা সাহিব আসনের প্রার্থী করা হয়েছে কিরনেশ জুঙকে এবং কিন্নর (এসটি) বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী হলেন জগৎ সিং নেগি।