ত্রিপুরায় সিপিএম ও কংগ্রেস ঐক্যবদ্ধ হলে চিন্তিত হবে না বিজেপি, বরং উপভোগ করবে : ডা: অশোক সিনহা

আগরতলা, ২২ অক্টোবর (হি. স.) : ত্রিপুরায় ২০২৩ বিধানসভা নির্বাচনে সিপিএম ও কংগ্রেস ঐক্যবদ্ধ হলে বিজেপি তাতে চিন্তিত হওয়ার বদলে ওই পরিস্থিতি উপভোগ করবে। কারণ, বাম জমানায় যাঁরা লাল সন্ত্রাসের বলি হয়েছেন, বিজেপিকে হারাতে কংগ্রেস তাঁদের হাত ধরবে। গতকাল বিরোধী দলনেতা মানিক সরকারের বিরোধী দলের ঐক্যবদ্ধ হওয়ার ডাকে আজ শনিবার সেই আহ্বানকে বিদ্রুপ করে একথা বলেন প্রদেশ বিজেপি সহসভাপতি ডা: অশোক সিনহা।

এদিন সাংবাদিক সম্মেলনে ডা: সিনহা বলেন, সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকারের আমলে বহু সন্ত্রাস হয়েছে। তাতে, প্রচুর বিরোধী দলের নেতা-কর্মী খুন হয়েছেন। এখন যদি কংগ্রেস নেতা-কর্মীরা মনে করেন, তাঁদের পূর্বজদের যাঁরা খুন করেছেন সেই দলের সাথে সমঝোতা করবে, তাতে বিজেপি মোটেও চিন্তিত হবে না। বরং সেই পরিস্থিতি উপভোগ করবে, বলেন তিনি।

তাঁর বক্তব্য, পাঁচ বছরে কাজের নিরিখে বিজেপি মানুষের কাছে ভোট চাইবে। সমস্ত কিছু মানুষের সামনে তুলে ধরবে। গণদেবতারা যদি মনে করেন আমাদের কাজে ইতিবাচক দিক রয়েছে, তাহলে বিজেপি প্রার্থীর অবশ্যই জয়ী হবেন এবং পুণরায় সরকার গঠন করবেন।

সাথে তিনি যোগ করেন, গতকাল, সিপিআইএম আস্তাবলে একটি জনসভা করেছিল। আমরা মনে করি বিরোধীরা গণতান্ত্রিকভাবে কথা বলবেন এবং বিরোধিতা করবেন এবং ক্ষমতাসীন দলের সমালোচনায় মুখর হবেন তা খুবই স্বাভাবিক। যখনই মানিক সরকার মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন, তিনি তাত্ক্ষণিকভাবে লিখিত আকারে উত্তর পান যা বামফ্রন্ট শাসনামলে কখনও পাওয়া যায়নি, কটাক্ষ করে বলেন তিনি।

বিরোধী দলনেতার মন্তব্যের নিন্দা করে ডাঃ সিনহা বলেন, ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা উচিত দাবি করে মানিক বাবু প্রকৃত অর্থে একটি নতুন সমস্যা তৈরি করার চেষ্টা করছেন। যা গত সাড়ে চার বছরে ত্রিপুরায় কখনও ছিল না। সরকার আরও দাবি করেছেন যে চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকের অমীমাংসিত সমস্যা তারা আবার ক্ষমতায় এলে সমাধান হবে যা সম্পূর্ণ হাস্যকর বিষয়। আমরা কখনই সাধারণ জনগণের জীবন নিয়ে খেলতে চাই না যা মানিক সরকার তাঁর আমলে করেছেন, বলেন বিজেপি প্রদেশ সহ-সভাপতি।সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর “শ্বেতপত্র” প্রকাশের দাবি সম্পর্কে ডা: সিনহা বলেন, আমরা তাঁকে বা তিনি যে দলকে সমর্থন করেন তাঁদের উত্তর দিতে বা সাদা কাগজ প্রকাশ করতে বাধ্য নই। প্রদেশ বিজেপির শাসনামলে করা আমাদের কল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে আমরা মানুষকে সচেতন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *