পানিসাগরে আসাম রাইফেলস-এর অভিযানে উদ্ধার প্রায় ২৫ লক্ষ টাকার গাঁজা, ধৃত দুই

পানিসাগর (ত্রিপুরা), ২২ অক্টোবর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত পশ্চিম পানিসাগরে ২১ সেক্টর আসাম রাইফেলস-এর রাধানগর ব্যাটালিয়নের অভিযানে প্রায় ২৫ লক্ষ টাকার ৬২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে রতনমণি নাথ ও বিমল চাকমা নামের দুই মাদক কারবারিকে।

জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্ৰবার রাতে, আসাম রাইফেলস (পূর্ব)-এর ইনস্পেক্টর জেনারেল রাধানগর ব্যাটালিয়ন এবং পানিসাগর পুলিশের সহযোগিতা নিয়ে অভিযান শুরু করে। অভিযানে নেমে যৌথ বাহিনী রতনমণি নাথ ও বিমল চাকমা নামের দুই মাদক কারবারিকে আটক করে তাদের হেফাজত থেকে বাজেয়াপ্ত করে ৬২.৭২২ কেজি গাঁজা। আজ শনিবার গাঁজা সহ দুই মাদক কারবারিকে পানিসাগর থানায় সমঝে দিয়েছে আসম রাইফেলস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *