মরিয়নি (অসম), ২০ অক্টোবর (হি.স.) : হিমন্তবিশ্ব শর্মা ‘সুপার সিএম অব এনই’, বলেছেন নাগাল্যান্ডের বিজেপি সভাপতি তেমজেন ইমনা অ্যালং। সীমান্ত সমস্যা সমাধান এবং কূটনৈতিক, উভয় ক্ষেত্ৰে পারদৰ্শী অসমের মুখ্যমন্ত্রী ড. শর্মা। মরিয়নিতে খেলার এক অনুষ্ঠানে এসে অসমের মুখ্যমন্ত্রীর এভাবেই ভূয়সী প্রশংসা করেছেন তেমজেন ইমনা।
জাতীয় ও আঞ্চলিক সাংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নাগাল্যান্ড প্রদেশ বিজেপি সভাপতি তেমজেন ইমনা অ্যালং বলেন, অসম এবং নাগাল্যান্ডের সীমান্ত সমস্যা নিরসনে যে আন্তরিক উদ্যোগ নিয়েছেন, তার জন্য অবশ্য হিমন্তবিশ্ব শর্মা প্রশংসার দাবিদার। তেমজেন বলেন, অসমের মুখ্যমন্ত্রী সীমান্ত সমস্যা সমাধানে নানা ধরনের সুসংহত পদক্ষেপ নিয়েছেন। এর ইতিবাচক ফলাফল শীঘ্রই পাওয়া যাবে। তিনি বলেন, অসম নাগাল্যান্ডের বড় ভাই। তাই বড় ভাই হিসেবে যা করণীয়, তা পালনে কোনও কার্পণ্য করছেন না হিমন্তবিশ্ব। তাই-তো তিনি ‘সুপার সিএম অব এনই’।
তিনি আরও বলেন, ‘সীমানা সমস্যার সমাধানে দুই রাজ্যের গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট আলোচনা চলছে। এর মধ্যে নেইফিউ রিও (নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী), ওয়াই প্যাটন এবং নাগাল্যান্ডের অনেক অভিজ্ঞ নেতা রয়েছেন। সুপ্রিম কোর্টের অধীনে বিষয়টি বিচারাধীন যদিও, সবাই ঐক্যবদ্ধ থাকলে সমস্যা সমাধানে একটি ইতিবাচক ফলাফল আমরা প্রত্যাশা করি।
তেমজেন ইমনা অ্যালং বলেন, নাগা হোক বা অসমিয়া, সবাই মিলে শান্তিপূর্ণভাবে অবস্থান করা জরুরি। নাগাল্যান্ড গঠিত হয়েছিল অসম থেকে বিচ্ছিন্ন হয়ে। তাই অসম আমাদের বড় ভাইয়ের মতো। উভয়ের মধ্যে কোনও পার্থক্য নেই, তাই কোন ইস্যু ওঠা মোটে উচিত নয়। বলেন, আমাদের উভয় রাজ্যের দৃষ্টিভঙ্গি এক হওয়া উচিত। রাজনীতিতে একজন জিতবে অন্যজন হারবে। অবশেষে কিন্তু অভিন্ন লক্ষ্যে পৌঁছনোর জন্য সকলকে একজোটে কাজ করতে হবে।
2022-10-20