বদরপুর (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুরে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে। বদরপুরের শাহ আদম খাকি রোড কোণাপাড়ায় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।
জানা গেছে, আজ দুপুরে বদরপুর থেকে এএস ১১ ওসি ৭৬৫৫ নম্বরের একটি ট্রিপার (ডাম্পার) করিমগঞ্জ অভিমুখে যাচ্ছিল। কিন্তু শাহ আদম খাকি রোডে বাগোয়া থেকে আগত এএস ১০ এ ৭০৯৭ নম্বরের এক যাত্রীবাহী অটো রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রিপারের। এতে গুরুতর আহত হন অটো রিকশার চালক সহ তিন যাত্রী। এর মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরাদুর্ঘটনার সঙ্গে আহতদের উদ্ধার করে নিয়ে যান নিকটবর্তী শ্রীগৌরী হাসপাতালে। ইত্যবসরে খবর পেয়ে অকুস্থলে ছুটে আসে বদরপুর থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়।