আগামী কয়েক দিন আবহাওয়ার পরিবর্তন নেই

কলকাতা,১৯ অক্টোবর (হি. স.): বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ । বৃষ্টি না হলেও গুমট পরিবেশ । বৃষ্টি না হলেও আগামী কয়েক দিন আবহাওয়ার পরিবর্তন নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে । অপরদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । যদিও থাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় ৭৮ শতাংশ । পাশাপাশি কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে হওয়া অফিস । তব, এটাই নিশ্চিন্তের ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । যদিও রাতের বেলায় আকাশ পরিষ্কার থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *