সাব জুনিয়র দাবার প্রস্তুতি জোরকদমে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর।। প্রস্তুতি চলছে জোর কদমে। ত্রিপুরা স্টেট সাব জুনিয়র ওপেন এবং গার্লস দাবা চ্যাম্পিয়নশিপ ২০২২ অনুষ্ঠিত হচ্ছে ২৩ অক্টোবর। একই দিনে দুটি বিভাগের ৫ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। সকাল ন’টায় প্রথম রাউন্ডের খেলা শুরু করে নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৪টায় ৫ম তথা শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। এন এস আর সি সি-তে চেস কোচিং সেন্টারে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আয়োজক অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে অংশগ্রহণকারী দাবাড়ুরা যথারীতি অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে অফলাইনে অথবা অনলাইনে নাম নথিভুক্ত করে নিচ্ছে। এ পর্যন্ত মেয়েদের বিভাগে আকৃতি দেবনাথ, দেবর্পিতা ভৌমিক, একান্তিকা সরকার, রাধিকা মজুমদার এবং স্বস্তিরুপা শীল নাম নথিভুক্ত করেছে। ওপেন বিভাগে খেলার জন্য অভিজ্ঞান ঘোষ, দেবাংকুর ব্যানার্জি, অনুরাগ ভট্টাচার্য, অভিনব পাল, অরিত্র সাহা, দ্বীপ্তাংশু দেব, পৃথ্বীরাজ সাহা ও শুভ্রজিৎ সূত্রধর নাম জমা দিয়েছে। ২২ অক্টোবরের মধ্যে খেলার জন্য আরও বেশ কিছু নাম জমা পড়বে বলে অনুমেয়।