নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.) : বুধবার গুজরাটের গান্ধীনগরে স্কুল অফ এক্সিলেন্স মিশনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় প্রধানমন্ত্রীকে স্মার্ট ক্লাসে শিশুদের মধ্যে বসে ‘ক্লাস’ নিতে দেখা যায়। প্রধানমন্ত্রীর এসব ছবি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। এদিকে, আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এই নিয়ে খুশি প্রকাশ করে নিজেকেই কৃতিত্ব দিয়েছেন। কেজরিওয়াল বলেন, তাঁর দলের কারণেই এমনটা হয়েছে।
কেজরিওয়াল বলেন, সব সরকার একসাথে পাঁচ বছরে স্কুলগুলিকে উজ্জ্বল করে তুলতে পারে। কেজরিওয়াল টুইট করেছেন, “আমি খুব খুশি যে আজ দেশের সমস্ত দল এবং নেতাদের শিক্ষা এবং স্কুল নিয়ে কথা বলতে হচ্ছে। এটা আমাদের সবচেয়ে বড় পাওনা। আমি আশা করি, শুধুমাত্র নির্বাচনের সময় শিক্ষার অভাব হবে না। সব সরকার মিলে মাত্র ৫ বছরে সব সরকারি স্কুলকে বড় করে তুলতে পারে।
একই সঙ্গে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিয়ে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, “আজ স্কুলে প্রথমবার গুজরাটের বাচ্চাদের সঙ্গে বসলেন মোদীজি। এটা যদি ২৭ বছর আগে শুরু হতো, তাহলে আজ গুজরাটের প্রতিটি শিশু শহর থেকে গ্রামে একটি চমৎকার শিক্ষা পেত।