জুনাগড়ে ৩৫৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.) : বুধবার জুনাগড়ে ৩৫৮০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই উপলক্ষে জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের প্রচেষ্টার কারণে গুজরাট দ্রুত গতিতে বিকাশ করছে। গুজরাট উন্নতির নতুন উচ্চতা অতিক্রম করেছে। তিনি আরও বলেন, আজ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে যা আগামীদিনে লাখ লাখ নাগরিক উপকৃত হবেন। মোদী বলেন, সরকারের জোর মানুষের জীবন সহজ করার ওপর।

তিনি বলেন, জুনাগড়ের জাফরানের মিষ্টি সারা বিশ্বে বিখ্যাত। জুনাগড়, গির সোমনাথ এবং পোরবন্দর গুজরাটের পর্যটন ক্ষেত্রের শক্তি।

এর আগে প্রধানমন্ত্রী মিসিং লিংক নির্মাণের পাশাপাশি উপকূলীয় মহাসড়কের উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পের প্রথম ধাপে ১৩টি জেলায় মোট ২৭০ কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের মহাসড়ক তৈরি করা হবে।

প্রধানমন্ত্রী জুনাগড়ে দুটি জল সরবরাহ প্রকল্প এবং কৃষি পণ্য সংরক্ষণের জন্য একটি গোডাউন কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী পোরবন্দরের মাধবপুরের শ্রী কৃষ্ণ রুকমণি মন্দিরের সার্বিক উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও পোরবন্দর ফিশারী হারবারে পয়ঃনিষ্কাশন ও জল সরবরাহ প্রকল্প এবং রক্ষণাবেক্ষণ ড্রেজিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তিনি গির সোমনাথে দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।