অসম পুলিশের চাকরিতে ভুয়ো কম্পিউটার সাৰ্টিফিকেট, গ্রেফতার ১১ জন প্রার্থী

গুয়াহাটি, ১৯ অক্টোবর (হি.স.) : অসম পুলিশের নিযুক্তিতে কম্পিউটারের ভুয়ো সার্টিফিকেট দাখিল করার অভিযোগে গ্রেফতারের সংখ্যা এ পৰ্যন্ত বেড়ে হয়েছে ১১। গতকাল মঙ্গলবার এই মামলায় পুলিশ আট চাকরিপ্ৰাৰ্থীকে গ্ৰেফতার করেছিল। আজ বুধবার আরও তিনজনকে গ্ৰেফতার করা হয়েছে বলে জানা গেছে।

আজ যাদের গ্ৰেফতার করা হয়েছে, তাদের মুস্তাফিজুর রহমান, আতিকুর রহমান এবং অলিউল্লাহ বলে পরিচয় পাওয়া গেছে। 

উল্লেখ্য, অতি সম্প্রতি রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় কম্পিউটারের ভুয়ো সার্টিফিকেট দাখিল করেছিল ওই সব চাকরিপ্রার্থী। প্রার্থীদের নথিপত্র যাচাই করতে গিয়ে বিষয়টি নজরে আসে নিয়োগ কর্তৃপক্ষের। এর পর রাজ্য পুলিশ মামলাটি সিআইডিকে হস্তান্তর করে। মামলা হাতে নিয়ে ধরপাকড় শুরু হয়। সিআইডির দল ধুবড়ি, বরপেটা, নলবাড়ি, কোকরাঝাড়, বঙাইগাঁও, কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ, লখিমপুর, শোণিতপুর, ডিব্ৰুগড় প্রভৃতি জেলায় ইতিমধ্যে বিভিন্ন কম্পিউটার ইনস্টিটিউটে অভিযান চালিয়েছে।

অভিযুক্ত চাকরিপ্রার্থীরা যে সব ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট সংগ্রহ করেছে, সংশ্লিষ্ট ইনস্টিটিউটের ইনচাৰ্জ বা দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীর সই ইত্যাদি পরীক্ষা করে সেগুলো ফরেনসিক লেবরেটরিতে পাঠিয়েছে সিআইডি। ফরেনসিক লেবরেটরির রিপোর্ট হাতে আসার পর আরও বহু ভুয়ো কম্পিউটার সার্টিফিকেট দাখিলকারীর গ্ৰেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে।