বদ্রীনাথ, ১৯ অক্টোবর (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ অক্টোবর বদ্রীনাথ ধামে পৌঁছেছেন।তার আগে বুধবার সকালে বদ্রিনাথ ধামে পৌঁছে ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
এদিন তিনি বদ্রীনাথ মন্দিরে ভগবান বদ্রী বিশালের পূজা-অর্চনা করে রাজ্যের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বদ্রীনাথ ধামে মাস্টার প্ল্যানের অধীনে পরিচালিত বিভিন্ন উন্নয়ন কাজের সাইট পরিদর্শন করার পর কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশও দেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বদ্রী কেদার মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয়, সহ-সভাপতি কিশোর পানওয়ার, জেলা ম্যাজিস্ট্রেট হিমাংশু খুরানা, সিডিও ডক্টর ললিত নারায়ণ মিশ্র, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর অভিষেক ত্রিপাঠি, এসডিএম কুমকুম জোশী, বিজেপির জোশীমঠ ও বদ্রীনাথের আধিকারিকরা।