লন্ডন, ১৮ অক্টোবর (হি.স.) : শ্রীলঙ্কার উপন্যাসিক শিহান করুণাতিলাকার উপন্যাস ‘দ্য সেভেন মুন অফ মালি আলমেদা’ ২০২২ সালের বুকার পুরস্কারে ভূষিত হয়েছে।
সোমবার বুকার প্রাইজ টুইট করেছে, আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে ২০২২ সালের বুকার পুরস্কার বিজয়ী হলেন শ্রীলঙ্কার শিহান করুনাতিলাকা। ‘দ্য সেভেন মুনস অফ মালি আলমেদা’। শিহান করুণাতিলাকার এটি দ্বিতীয় উপন্যাস। ব্যঙ্গাত্মক শৈলীতে লেখা, উপন্যাসটি গৃহযুদ্ধে ঘেরা শ্রীলঙ্কার মারাত্মক ধ্বংসযজ্ঞকে কেন্দ্র করে।
শিহান করুণাতিলাকাকে শ্রীলঙ্কার অন্যতম প্রধান লেখক হিসেবে বিবেচনা করা হয়। উপন্যাস ছাড়াও তিনি রক গান, চিত্রনাট্য এবং ভ্রমণকাহিনী লিখেছেন। শিহান ‘দ্য সেভেন মুন অফ মালি আলমেদা’ সম্পর্কে বলেন, তিনি গৃহযুদ্ধ শেষ হওয়ার পরে ২০০৯ সালে এটি নিয়ে ভাবতে শুরু করেছিলেন। তারপর কতজন অসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং কার দোষ তা নিয়ে তুমুল বিতর্ক হয়েছে।