আগরতলা, ১৮ অক্টোবর (হি. স.) : ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৭ ও ২৮ অক্টোবর তাঁর পূর্বোত্তরে দুই রাজ্যে সফরের সম্ভাবনা রয়েছে।
এ-বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বলেন, আগামী ২৭ কিংবা ২৮ অক্টোবর ত্রিপুরা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অরুণাচল প্রদেশ সফরে যাওয়ার সূচী রয়েছে। তবে, এখনো চূড়ান্ত সময়সূচী আসেনি। তিনি বলেন, ত্রিপুরা সফরে পিএম আবাস যোজনায় ঘর প্রাপকদের গৃহ প্রবেশ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া, বেশ কিছু প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি।প্রসঙ্গত, আজ ত্রিপুরা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের সাথে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বৈঠক করেছেন মুখ্য সচিব। তিনি সকলকে সমস্ত প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

