পটনার ফুলওয়ারি শরিফে এনআইএ অভিযান

পটনা, ১৮ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার সকাল ৬টায় ফুলওয়ারি শরিফের দুটি জায়গায় হানা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। পিএফআই মামলা সংক্রান্ত বিষয়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সকাল ৬টা থেকে গাজওয়া-ই-হিন্দের সঙ্গে যুক্ত মারগুব আহমেদ ওরফে দানিশের বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনআইএ দল। টিমের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সংস্থার কর্তারা যান। ইতিমধ্যেই দানিশকে গ্রেফতার করা হয়েছে। দানিশ হলেন গাজওয়া ই হিন্দের হোয়াটস অ্যাপ অ্যাডমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *