মালবাজার, ১৮ অক্টোবর (হি স)। মালবাজারে আদিবাসী ভবন তৈরি করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে এই নির্দেশ দেন।
এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘মালবাজারে থাকার তেমন একটা জায়গা নেই। জলপাইগুড়ির আর্কিটেকচার সুন্দর। টাকা কম খরচ করে থাকার সুন্দর জায়গা তৈরি করতে হবে।’
মঙ্গলবার মালবাজারে সাম্প্রতিক হড়পা পানে উদ্ধারকারীদের চাকরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে তাঁদের ভূয়সী প্রশংসা করেন। এর পাশাপাশি উদ্ধারকারী ৭ যুবককে ১ লক্ষ টাকার চেক, সাহসিকতার সম্মান দেন তিনি।
প্রসঙ্গত, দুর্গাপুজোর বিসর্জনের দিন ডুয়ার্সের মালবাজার শহরের পূর্ব প্রান্ত দিয়ে বয়ে যাওয়া মাল নদীতে ঘটে দুর্ঘটনা। আচমকা রুদ্ররূপ ধারণ করে দুরন্ত মাল নদী। পাহাড়ের উপর থেকে ধেয়ে আসে হড়পা বান। সেই বানের তোড়ে ভেঙে যায় প্রশাসনের তৈরি করা বালির বাঁধ। নদী ফিরে পায় তার আগেকার স্রোত। প্রতিমা নিরঞ্জন করতে আসা কয়েকটি গাড়ি ও কয়েকশো মানুষ নদীর স্রোতের মুখে পড়ে। ভেসে যায় বেশ কিছু মানুষ ও প্রতিমা নিরঞ্জনের ট্রাক। মৃত্যু হয় ৮ জনের। সেই মৃতদের পরিবারের হাতেই এদিন তুলে দেওয়া হল নিয়োগ পত্র।

