শীঘ্রই করিমগঞ্জ রেলস্টেশনকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে, গড়া হবে টার্মিনাল : অনশুল গুপ্তা

বরাক উপত্যকা থেকে ইন্টারসিটি এক্সপ্রেস পরিষেবাও শীঘ্রই শুরু হচ্ছে

নভেম্বরে করিমগঞ্জ পরিদর্শনে যাবেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জিএম

গুয়াহাটি, ১৮ অক্টোবর (হি.স.) : প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের রেলস্টেশনে উন্নীত হচ্ছে করিমগঞ্জ রেল স্টেশন। টার্মিনাল হচ্ছে ওখানে। সঙ্গে পরিকাঠামো আরও উন্নত করা হচ্ছে বদরপুর সহ ডিমাপুর রেল স্টেশনের। জানান উত্তরপূর্ব সীমান্ত রেলের জিএম অনশুল গুপ্তা।

ভারত বিকাশ পরিষদের রিজিওয়াল কমিটির পদাধিকারীরা সোমবার গুয়াহাটির মালিগাঁওয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলের জিএম অনশুল গুপ্তার সঙ্গে সাক্ষাৎ করলে এই খবর দিয়েছেন তিনি। বরাক উপত্যকার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণের জন্য ভারত বিকাশ পরিষদের পক্ষ থেকে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয় জিএম অনশুল গুপ্তার হাতে। বরাকের রেল পরিষেবা নিয়ে বিস্তর আলোচনা হয় তাঁর বাসভবনে।

ভারত বিকাশ পরিষদের রিজিওয়াল কমিটির পদাধিকারীদের জিএম জানান, মহিশাসন দিয়ে বাংলাদেশের রেল যোগাযোগ চালু করার জন্য করিমগঞ্জে একটি আন্তর্জাতিক টার্মিনাল গড়ে তোলা হবে। যার জন্য বাজেট ধার্য করা হয়েছে ১২০ কোটি টাকা। বলেন, জোরকদমে এগোচ্ছে মহিশাসন-শাহবাজপুর রেলপথের নির্মাণের কাজ। মহিশাসন স্টেশন থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে জিরো লাইন অবধি ২.৮০ কিলোমিটার মেন লাইন নির্মাণকাজ শেষ হওয়ার পথে। বরাক উপত্যকা থেকে ইন্টারসিটি এক্সপ্রেস পরিষেবাও শীঘ্রই শুরু হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বন্যপ্রাণী সুরক্ষার কথা মাথায় রেখে উত্তর-পূর্বাঞ্চলের যে-সব স্থানে রেল সংযোগ হয়েছে, বিশেষ করে পাহাড়ি এলাকায় সেই সব রেল লাইনের পার্ব্ববর্তী অরণ্যে বসবাসকারী বন্যপ্রাণীদের সুরক্ষার কথা চিন্তা করে বিশেষ ভূমিকা নিচ্ছে রেল বিভাগ। ইতিমধ্যে লামডিং ৬০ কিলোমিটার রেল লাইনের উপর সেন্সর লাগানো হয়েছে। এই সেন্সর থেকে ট্রেন যাওয়ার আগে যদি কোনও বন্যপ্রাণী রেল লাইনের আশপাশে থাকে তা-হলে চালকের কাছে সংকেত এসে যাবে, একই সংকেত রেল স্টেশনেও পৌঁছে যাবে। এই প্রযুক্তি ত্রিপুরা, মণিপুর এবং বরাকের কয়েকটি জায়গায় বসানো হবে। বন্যপ্রাণীর সুরক্ষার কথা চিন্তা করে উল্লেখযোগ্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জিএম গুপ্তা জানিয়েছেন।

মহিশাসন-শিলচর এবং দুল্লভছড়া-শিলচর রুটে নিয়মিত রেল পরিষেবা প্রদান করার দাবি জানিয়েছেন ভারত বিকাশের পদাধিকারীরা। ভারতীয় রেল পরিষেবার অন্তর্গত প্রতিটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিউ করিমগঞ্জে রাখার দাবিও রাখেন তাঁরা। এ ব্যাপারে বিষয়টি বিবেচনা করা হবে বলে জিএম আশ্বাস প্রদান করেছেন বলে জানান ভারত বিকাশ পরিষদের কর্মকর্তারা।

সোমবার গুয়াহাটিতে উত্তরপূর্ব সীমান্ত রেলের জিএমের সঙ্গে সাক্ষাৎকালে ভারত বিকাশ পরিষদের রিজিওনাল কমিটির পক্ষে উপস্থিত ছিলেন রিজিওনাল সেক্রেটারি (সম্পর্ক) সান্তলাল মিত্তাল, রিজিওনাল সেক্রেটারি (সংস্কার) বিশ্বজ্যোতি দে, মধ্য গুয়াহাটি আঞ্চলিক কমিটি সম্পাদক বিমল আগরওয়ালা, ডিমাপুর জেলা কমিটি সম্পাদক অরিজিৎ শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *