করিমগঞ্জের নাগ্রায় বাজেয়াপ্ত প্রায় ২০ কোটি টাকার ড্রাগস, ধৃত দুই

বাজা‌রিছড়া (অসম), ১৮ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলার বাজা‌রিছড়া থানাধীন নাগ্রায় বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল প‌রিমাণের ড্রাগস। ১৯৫টি সাবানের বাক্সে ২.৫০০ কিলোগ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে দুই মাদক পাচারকারীকে। ধৃত দুই মাদক কারবারিকে জবরুল হক এবং রিজাল উদ্দিন তালুকদার বলে শনাক্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির বাজারমূল্য কমপক্ষে ২০ কোটি টাকা হবে বলে ধারণা করছে পুলিশ।

মাদক-বিরোধী পু‌লি‌শি অভিযানের নেতৃত্ব দিয়েছেন করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। গোপন তথ্যের ভিত্তিতে সাদা পোশাকে পুলিশের দল হেরোইন সহ দুই পাচারকারীকে আটক করেছে। ড্রাগসগু‌লো মিজোরাম থেকে ত্রিপুরার দামছড়া হয়ে অসমের ক‌রিমগ‌ঞ্জে পাচা‌রের উদ্দে‌শ্যে নিয়ে আসা হচ্ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার বিকেলে নাগ্রা এলাকায় টহল দিচ্ছিলেন তাঁরা। এক সময় এমএল ০৫ এক্স ১২১৫ নম্বরে দামি মাহিন্দ্ৰা থার মডেলের একটি গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালানো হয়। গাড়িতে কয়েকটি গোপন চেম্বার তৈরি করে হেরোইন ভরতি সাবান কেসগুলি রাখা ছিল।

এখানে উল্লেখ করা যেতে পারে, করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত গত কয়েকদিন ধরে লাগাতার বিপুল পরিমাণের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হচ্ছে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন মাদক কারবারিকেও। শ‌নি, র‌বিবা‌রের পর গতকাল সোমবার বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি পুলিশের হাতে উদ্ধার হয়েছে ল‌রি বোঝাই প্রায় তিন কো‌টি টাকার গাঁজা। এর সঙ্গে আটক করা হয়েছে গাঁজা পাচারে ব্যবহৃত লরি সহ চালক ত্রিপুরার বাসিন্দা মানিক সিংহকে।

এর আগে গত ১০ অক্টোবর প্রায় একটা নাগাদ নিউ করিমগঞ্জ রেলস্টেশন সংলগ্ন বাবা হোটেলের সম্মুখবর্তী ৩৭ নম্বর জাতীয় সড়কে বিএসএফ-এর ৭ নম্বর ব্যাটালিয়ন এবং করিমগঞ্জ সদর পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৪৭ কোটি ০৪ লক্ষ টাকা মূল্যের ৯ কেজি ৪৭৭ গ্রাম ওজনের হেরোইন। এর সঙ্গে করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন কানাইবাজার এলাকার বাসিন্দা মুহিব উদ্দিনকে গ্ৰেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *