নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.) : উত্তর-পশ্চিম দিল্লির হিংসার ঘটনায় জামিন পেলেন না উমর খলিদ। মঙ্গলবার জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতার জামিনের আবেদন খারিজ করেছে দিল্লি হাইকোর্ট।
গত ৯ সেপ্টেম্বর খলিদের জামিনের আর্জির শুনানি শেষ হয়েছিল দিল্লি হাই কোর্টে। মঙ্গলবার এই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি সিদ্ধার্থ মৃদুল এবং রজনীশ ভাটনগরের বিশেষ বেঞ্চ। আদালত বলল, ‘‘জামিনের আবেদনের কোনও ভিত্তি নেই, তাই খারিজ করা হল।’’
২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পশ্চিম দিল্লির হিংসায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে খলিদের বিরুদ্ধে। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী ইউএপিএ আইনে তাঁকে গ্রেফতার করা হয়। সেই থেকে জেলে খলিদ। ২০২২ সালের মার্চে দায়রা আদালতে জামিনের আবেদন করেছিলেন তিনি। ২৪ মার্চ তা খারিজ হওয়ার পর হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ছাত্রনেতা। এবার হাই কোর্টও সেই আবেদন খারিজ করল।