মুম্বাই, ১৮ অক্টোবর (হি. স.) : ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (মুম্বাই বিমানবন্দর) মেরামত ও রক্ষণাবেক্ষণের কারণে মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুটি রানওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিমানবন্দরের মুখপাত্র সোমবারই এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, উভয় রানওয়েতে এজ লাইটের মেরামত, রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেডেশন এবং এজিএল (অ্যারোনটিক্যাল গ্রাউন্ড লাইট) এর মতো বড় কাজগুলি আজ করা হবে। এই বছর এ পর্যন্ত প্রতিদিন ৮০০টিরও বেশি ফ্লাইট নামা-ওঠা করেছে। প্রতি বছর বর্ষার পরই এই রানওয়ে মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়।