নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.) : কংগ্রেসের অভিযোগ, আম আদমি পার্টি (আপ) সম্পূর্ণ দুর্নীতিতে জড়িত। এই পরিস্থিতিতে আপ দলের নেতাদের সঙ্গে শহীদ ভগৎ সিংয়ের নাম যুক্ত করার কোনও অধিকার নেই।
প্রবীণ কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত মঙ্গলবার দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, এটি অত্যন্ত লজ্জাজনক যে আম আদমি পার্টির মন্ত্রী মনীশ সিসোদিয়া আবগারি নীতি সম্পর্কিত দুর্নীতির অভিযোগে ধরা পড়েছেন। এটি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র করা কোনও অভিযোগ নয়, এটি দুর্নীতি যা গত ৮-৯ মাসে দিল্লির প্রতিটি শিশু জানে। এমন পরিস্থিতিতে শহীদ ভগৎ সিং-এর নাম তাদের সঙ্গে যুক্ত করার নৈতিক অধিকার আপ নেতাদের নেই।
দীক্ষিত বলেন, মুখ্যমন্ত্রী বারবার বলতেন যে কোনও কিছুর বেসরকারিকরণ নিজেই দুর্নীতির প্রতীক। এমতাবস্থায় তিনি আবগারি সংক্রান্ত এই পুরো খাতটি সরকারের কাছ থেকে সরিয়ে বেসরকারি খাতে দেন। এতেই প্রমাণিত হয় কেজরিওয়াল বেসরকারিকরণের পক্ষে।
দীক্ষিত আরও বলেন, আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের মহান শহীদ ভগৎ সিংয়ের সাথে তুলনা করা হচ্ছে। এর চেয়ে নোংরা রাজনৈতিক কাজ আর হয়নি। কংগ্রেস এর তীব্র নিন্দা করে। মদ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রাজ্যের উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার পদে থাকার কোনও অধিকার নেই।