গাড়ি আটকে শ্যামা পূজার চাঁদার জুলুম তেলিয়ামুড়ায়, নির্বিকার পুলিশ প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷  কঠোর আইনকে শুকনো কলাপাতা বানিয়ে আসন্ন শ্যামাপূজোর প্রাক্কালে একাংশ পুজো উদ্যোক্তারা জোরপূর্বক গবাদিপশু বহনকারী গাড়ি সহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করছে৷ পুজো উদ্যোক্তারা এভাবে জোরপূর্বক চাঁদা আদায় করতে থাকলেও কুম্ভ নিদ্রায় তেলিয়ামুড়া  থানা কর্তৃপক্ষ৷
আসন্ন শ্যামা পুজোকে কেন্দ্র করে গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়ার বিভিন্ন পুজো উদ্যোক্তারা শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে৷ কিন্তু তেলিয়ামুড়ার বিভিন্ন পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে আইন ভঙ্গ করে জোরপূর্বক যানবাহন থামিয়ে চাঁদা আদায় করার অভিযোগ তুললেন গবাদি পশু বহনকারী যান চালকেরা৷ অভিযোগ, তেলিয়ামুড়ার চাকমাঘাট বাঁশবাজার, মহারানীপুর কালীবাড়ি রোড সংলগ্ণ, নেতাজি নগর কমিউনিটি হল সংলগ্ণ, হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট সহ বেশ কিছু জায়গায় রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছে একাংশ উদ্যোক্তারা৷এ প্রসঙ্গে অভিযোগ করে যান চালকেরা বলেন, দীর্ঘ প্রায় কুড়ি থেকে ত্রিশ মিনিট যাবত রাস্তার পাশে পুজো উদ্যোক্তারা দাঁড় করিয়ে ত্রিশ হাজার টাকা গবাদি পশু বহনকারী গাড়ি থেকে দাবি করেন৷ এ বিষয় নিয়ে গবাদিপশুর মালিকের সঙ্গেও কথা বলেন পূজো উদ্যোক্তারা৷ তবে এভাবে প্রকাশ্যে রাস্তার পাশে দাঁড় করিয়ে চাঁদা আদায়ের নামে যান চালকদের উপর জুলুম করা হলেও কুম্ভনিদ্রায় তেলিয়ামুড়া থানার পুলিশ৷ থানা কর্তৃপক্ষ কোন এক অজ্ঞাত কারণে তেলিয়ামুড়ার বিভিন্ন পুজো উদ্যোক্তাদের চাঁদার জুলুমবাজি নিয়ে কোন প্রকার আইনানুযায়ী ব্যাবস্থা গ্রহণ করেনি৷ তবে এভাবে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তোলার বিষয় সম্পর্কে শারদীয়া দুর্গাপুজোর সময়কাল থেকেই অবগত আছে থানা কর্তৃপক্ষ৷ উল্লেখ্য, শারদীয়া দুর্গোৎসবের সময় রাস্তার পাশ থেকে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তোলায় তেলিয়ামুড়া থানার পুলিশ বাঁধা দান করেছিল  ভারতীয় মজদুর সংঘের কয়েকজন কর্মীদের৷ এরপর লঙ্কাকাণ্ড বেঁধে গিয়েছিল তেলিয়ামুড়ায়৷ তাছাড়া, দুর্গোৎসবের সময় চাঁদা না দেওয়ায় এক গাড়ি চালককে মারধর করেছিল পুজো উদ্যোক্তারা৷ সেইসব ঘটনা বেশি দিন আগের নয়৷ শ্যামা পূজাকে কেন্দ্র করেও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে বলে অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *