কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে গুরুতর আহত তিন, নিখোঁজ এক, তীব্র উত্তেজনা কৈলাসহরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ রাঙ্গাউটি বাজারে কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে তিনজন বিজেপি কর্মী আহত হয়েছে৷ আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর একজন নিখোঁজ বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷  রাঙ্গাউটি বাজারে কংগ্রেস ও বিজেপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত বিজেপির তিন কর্মী৷ অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত গোটা রাঙ্গাউটি বাজার এলাকা৷ বিজেপি দলের অভিযোগ বিজেপি দলের কর্মীরা কৈলাসহর এলাকায় তাদের দলীয় কাজ শেষ করে বাড়ি ফেরার পথে রাঙ্গাউটি বাজার এলাকাতে যেতেই কংগ্রেস আশ্রিত দুষৃকতীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বিজেপি কর্মীদের উপর৷ এতে করে গুরুতর ভাবে আহত হয় বিজেপি কর্মী মালিক উল্লা, পুলব দত্ত এবং মতাসির আলী৷ বিজেপি নেতৃত্বরা সংবাদমাধ্যমকে জানায় যে বিজেপি কর্মী মতাসির আলী নিখোঁজ৷ অপরদিকে কংগ্রেস দলের অভিযোগ বিজেপি কর্মীরা হঠাৎ করে রাঙ্গাউটি বাজারে কংগ্রেস ভবনে হামলা চালায়৷ দরজা-জানালা থেকে শুরু করে টিভি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভেঙ্গে গুড়িয়ে দেয় বিজেপি আশ্রিত দুষৃকতীরা৷ পাশাপাশি কংগ্রেস দলের কর্মীরা বিজেপি কৈলাসহর মন্ডলের সহ-সভাপতি মতাসির আলীর বাইকটি আটকাতে সক্ষম হয়৷ পরিস্থিতি উত্তপ্ত হলে খবর পাঠানো হয় ইরানি থানায়৷ ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে ইরানি থানার ওসি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী৷ পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার সহ পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা৷ খবর পাঠানো হয় কৈলাসহর অগ্ণি নির্বাপক দপ্তরে৷ ঘটনা স্থলে তড়িঘড়ি ছুটে যায় কৈলাসহর অগ্ণি নির্বাপক দফতরের কর্মীরা৷ তারা গিয়ে আহত দুজনকে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে  যায়৷ যার মধ্যে মানিক উল্লা নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়৷  যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা রাঙ্গাউটি বাজার এলাকা ঘিরে ফেলা হয়েছে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী দিয়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *