দিলীপ ঘোষকে চরম কটাক্ষ সোহমের

কাঁকসা, ১৬ অক্টোবর (হি.স.) : বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে অশিক্ষিত’ত এমনকি ‘দু টাকার গুণ্ডা’ বলেও কটাক্ষ করলেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার মুচিপাড়ায় রবিবার একটি বিজয়া সম্মিলনীতে উপস্থিত হয়ে বিজেপি সাংসদকে আক্রমণ করেন তিনি।

সভা মঞ্চ থেকেই তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী বলেন, ‘ দিলীপ ঘোষ দু টাকার গুণ্ডা। তিনি বলেছেন আমার হাতে তরোয়াল থাকলে সবাই ভয় পায়। আমি বলব আপনি ভয় পেয়েছেন বলেই তরোয়ালটা নিয়েছেন। আমাদের তরোয়ালের প্রয়োজন নেই। দশভূজা আমাদের মা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। ওনার উন্নয়ন আছে, সেটাই আমাদের সবথেকে বড় অস্ত্র। কী শিক্ষা ! মানুষের ব্যবহার, তাঁর কথাতেই শিক্ষার পরিচয় পাওয়া যায়। অশিক্ষিত মানুষ একটা’।

একইসঙ্গে বিধায়ক সুর চড়িয়ে বলেন, ‘ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় গণতন্ত্র রয়েছে বলেই আপনারা আমাদের নেত্রীর সম্পর্কে অপপ্রচার করতে পারছেন। মিটিং মিছিল করতে পারছেন। কোনদিন যদি আমাদের ধৈর্যের বাঁধ ভাঙ্গে তাহলে বাংলায় কোন সন্ত্রাসবাদী থাকবে না’। ওই বিজয়া সম্মিলনী থেকে তৃণমূল বিধায়ককে বলতে শোনা যায়, ‘ অশুভ শক্তি, শুধু প্রচারে আসতে চায়। আগামী দিনে আছে পঞ্চায়েত নির্বাচন আমাদের একত্রিত থাকতে হবে। তাদের কাছে অনেক ক্ষমতা বোম, বন্দুক, এজেন্সি, গুণ্ডার । আর আমাদের কাছে অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মানুষের ভালোবাসা, মানুষের শুভেচ্ছা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *