সদাইপুর, ১৬ অক্টোবর (হি.স.) : বীরভূমের সাহাপুর গ্রামের ফুটবল ময়দানের পাশে কয়লা বোঝাই একটি লরি আটক করল সদাইপুর থানার পুলিশ । রবিবার ভোর রাতে গ্রেফতার করা হয় ওই গাড়ির চালক ও খালাসিকে।
ধৃতের নাম সেখ সালাম ওরফে ঝন্টু । সে সদাইপুর থানার মেহেরপুর গ্রামের অপরজন হল সেখ আখিনুর ,সাহাপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, সাহাপুর থেকে সিউড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ওই গাড়িটি। তখন সদাইপুর থানার পুলিশ পিছু ধাওয়া করে কয়লা বোঝাই গাড়িটিকে আটক করে। ওই লরিতে কয়লা রয়েছে ৫ টন। যার বাজার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা। চালক ও খালাসিকে সিউড়ী আদালতে রবিবার দুপুরে পেশ করে পুলিশ। প্রথমে লরিচালক পিছনে পুলিশ ধাওয়া করেছে বুঝতে পেরে জোর গতিতে গাড়ি চালাতে শুরু করে। কিন্তু পিছু ছাড়তে নারাজ সদাইপুর থানার অফিসাররা । তারাও ছুটতে শুরু করে ওই লরির পিছনে। বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পর অবশেষে উল্টো দিক থেকে একটি লরি চলে এলে তখন কয়লা বোঝাই লরিটি তার গতি ধীরে করতে বাধ্য হয়। তখনই পিছনে থাকা সদাইপুর থানার পুলিশ অফিসারদের গাড়িটি ওভারটেক করে গিয়ে কয়লা বোঝাই লরিটির গতি রোধ করে। এই আটক কয়লা পুরোটাই চুরি করা। এই চক্রে আর কারা যুক্ত রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ।

