নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.) : রবিবার কর্ণাটক রাজ্যের বিদার এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ৩.৫ মাপা হয়। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, আজ সকাল ১০.৪৪ মিনিটে বিদারে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা মাপা হয়েছে ৩.৫। এর কেন্দ্রস্থল ছিল নিজামাবাদের ১২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাটির নীচে ৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।