নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.) : একটি সুস্থ সমাজের জন্য বিচার ব্যবস্থায় আস্থা এবং গতি খুবই গুরুত্বপূর্ণ। ন্যায়বিচার পেলে দেশবাসীর সাংবিধানিক ব্যবস্থার প্রতি আস্থা মজবুত হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের আইনমন্ত্রী এবং আইন সচিবদের সর্বভারতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণে একথা বলেন। গুজরাটে অনুষ্ঠিত সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বিচার বিভাগের বিভিন্ন দিক এবং সেগুলোতে উপযুক্ত পরিবর্তন আনার বিষয়ে তার মতামত দেন।
অন্যান্য দেশের উদাহরণ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইনের সংজ্ঞা বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য সংসদ বা বিধানসভায় একটি খসড়া তৈরি করা হয়। ওখানে আইনের সংজ্ঞা সহজে বোঝার জন্য তৈরি করা হয়েছে। এসব দেশে আইন বাস্তবায়নের সময়সীমাও নির্ধারণ করা হয় এবং নতুন পরিস্থিতিতে আইনটি ফের পর্যালোচনাও করা হয়।
প্রধানমন্ত্রী একটি সুষ্ঠু বিচার ব্যবস্থাকে ‘সহজ জীবনযাপনের’ একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করেন। তিনি বলেন, দেশের জনগণ যেন সরকারের অনুপস্থিতি অনুভব না করে, দেশের জনগণ যেন সরকারের চাপ অনুভব না করে।
প্রধানমন্ত্রী এই সময়ের মধ্যে বিচারাধীনদের বিষয়টিও উত্থাপন করে বলেন, রাজ্য সরকারগুলিকে বিচারাধীন বন্দিদের বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা উচিত যাতে বিচার ব্যবস্থা মানবিক আদর্শের সাথে এগিয়ে যায়।
সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সমাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আমরা অগ্রগতির পথে হাঁটতে গিয়ে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সংস্কার করেছি। তিনি আরও বলেন, আমাদের সমাজে অপ্রাসঙ্গিক হয়ে ওঠা আইন-কানুন, কু-প্রথা ও ভুল প্রথাগুলো দূর হয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তিনি তার সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, গত ৮ বছরে আমরা ৩২০০টি কমপ্লায়েন্স সম্পন্ন করেছি। দেড় হাজারের বেশি পুরনো ও অপ্রাসঙ্গিক আইন বাতিল করা হয়েছে। এর মধ্যে অনেক আইন দাসত্বের সময় থেকে চলে আসছে। তিনি রাজ্যগুলিকে তাদের নিজস্বভাবে অনুরূপ পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন।