মুম্বই, ১৪ অক্টোবর (হি.স.) : বৃহস্পতিবার গভীর রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের সঙ্গে দেখা করলেন বিতর্কিত প্রাক্তন পুলিশ অফিসার পরমবীর সিং। দুজনের মধ্যে আধ ঘণ্টা ধরে আলোচনা চলে। যদিও আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে শুরু হয়েছে নানা জল্পনা।
পরমবীর সিং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে প্রতি মাসে ১০০ কোটি টাকা তোলাবাজি লক্ষ্য দেওয়ার অভিযোগ করেছিলেন। এর জেরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয় অনিল দেশমুখকে। এর পর অনিল দেশমুখকে গ্রেফতার করে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অনিল দেশমুখ বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
পরবর্তীকালে, পরমবীর সিংয়ের বিরুদ্ধে গোরেগাঁও থানা, মেরিন ড্রাইভ থানা, থানের নৌপাদা থানায় এবং কল্যাণে তোলাবাজির মামলা দায়ের করা হয়। পরমবীর সিং ৩০ জুন অবসর নিয়েছেন। ক্লিনচিট পেতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পরমবীর সিং বলে জল্পনা।

