রায়পুর, ১৪ অক্টোবর (হি.স.) : শুক্রবার সকালে ছত্তিশগড়ের অম্বিকাপুরের কাছে ৪.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে।
ভূমিকম্পটি অম্বিকাপুরের ৬৫ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে সকাল ৫.২৮ মিনিটে অক্ষাংশ ২৩.৩৩ এবং ৮২.৫৮ দ্রাঘিমাংশে হয়েছিল। ভূমিকম্পের গভীরতা ছিল মাটির নিচে ১০ কিলোমিটার। এই ভূ-কম্পনে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।