মুম্বই, ১২ অক্টোবর (হি.স.) : বুধবার সকাল ৭টা নাগাদ পুনে জেলার ভীমাশঙ্কর সিন্দেওয়াড়িতে একটি বেসরকারি বাসে আগুন লাগে। ঘটনার খবর পাওয়া মাত্রই বাসে থাকা ২৯ জন যাত্রীকে সঙ্গে সঙ্গে বাস থেকে নামিয়ে দেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো যায়।
পুলিশ জানিয়েছে, আজ সকালে কল্যাণ থেকে পুনে ভীমাশঙ্করগামী একটি বাসে ভীমাশঙ্করের কাছে শিন্দে ওয়াড়ি এলাকায় হঠাৎ আগুন লেগে যায়। বিষয়টি জানতে পেরে চালক তাৎক্ষণিকভাবে বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে স্থানীয় নাগরিকদের সহায়তায় তাৎক্ষণিকভাবে বাস থেকে সব যাত্রীকে সরিয়ে দেন। কিন্তু দেখে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং বাসটি পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। আপাতত প্রাথমিক পর্যায়ে আগুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ মামলা তদন্ত করছে।