এরনাকুলাম (কেরল), ১২ অক্টোবর (হি.স.) : কেরলের কালাজাদু বলি মামলায় অভিযুক্ত তিনজনকে বুধবার আদালত ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ জারি করেছে। ধৃতদের নাম ভগবাল সিং এবং তার স্ত্রী লায়লা এবং মহম্মদ শফি।
অভিযুক্ত দম্পতির আর্থিক সমস্যা মেটাতে এবং তাদের জীবনে সমৃদ্ধি আনতে দুই মহিলাকে বলি দিয়েছিলেন। কেরল পুলিশ মঙ্গলবার তিন অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার এর্নাকুলাম জেলা দায়রা আদালতে পেশ করেছে। পরে আদালত তাদের ২৬ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়।