নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ বি এস এন এল এমপ্লইজ ইউনিয়নের সারা ভারতবর্ষের সাথে ত্রিপুরাতেও প্রত্যেক তিন বছর অন্তর অন্তর নির্বাচন করা হয়৷ তারই অঙ্গ হিসেবে আজ বি এস এন এল এমপ্লইজ ইউনিয়নের নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়৷ দুটি আসনের জন্য মোট ১৪ জন প্রার্থী রয়েছেন৷ আগরতলায় ভোটারের সংখ্যা ১২০ জন৷জানান প্রিসাইডিং অফিসার৷ ভোট পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয় বলে জানিয়েছেন তিনি৷ ভোট গ্রহণকে কেন্দ্র করে আগরতলায় বিএসএনএলের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷
2022-10-12