চিত্রদুর্গা (কর্নাটক), ১২ অক্টোবর (হি.স.) : বুধবার কর্ণাটকের চিত্রদুর্গের চাল্লাকেরে শহর থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ পুনরায় শুরু করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা দক্ষিণ রাজ্যের প্রায় ২০০০ বেকার যুবকের সাথেও দেখা করেন। ভারত জোড়ো যাত্রা তার কর্ণাটক পর্যায়ে ৩৫তম দিনে রয়েছে।
প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, সকাল ৬:৪০টায় পদযাত্রা শুরু হয়।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সারা কর্ণাটক থেকে প্রায় ২০০০ বেকার যুবক তাঁর সঙ্গে হাঁটেন।
কর্ণাটকের বিরোধীদলীয় নেতা সিদ্দারামাইয়া এবং রাজ্য কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমারও আজ ভারত জোড়ো যাত্রার কর্ণাটক পর্বে রাহুলের সঙ্গে উপস্থিত ছিলেন। রাহুল গান্ধীকে তেরঙা উঁচিয়ে কংগ্রেস সাংসদকে অনুসরণ করে ভারত জোড়ো যাত্রার প্রতি সমর্থন দেখানোর জন্য এখানে প্রচুর লোক জড়ো হয়েছিলেন।