ধর্মনগরী উজ্জয়িনীর জন্য আজ ঐতিহাসিক মুহূর্ত: প্রধানমন্ত্রী মোদী

উজ্জয়িনী, ১১ অক্টোবর (হি.স.) : উজ্জয়িনীতে ভগবান মহাকালেশ্বরের প্রাঙ্গণে নবনির্মিত শ্রী মহাকাল লোকের উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইটে বলেন, এটি উজ্জয়িনী শহরের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকালেশ্বর মন্দির চত্বরে নবনির্মিত শ্রী মহাকাল লোকের উদ্বোধন করতে উজ্জয়িনী পৌঁছেছেন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী মোদী টুইট করে লিখেছেন, ‘বিশ্বাস এবং আধ্যাত্মিকতার পবিত্র শহর উজ্জয়িনী একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে মহান ও ঐশ্বরিক শ্রী মহাকাল লোক উৎসর্গ করার সৌভাগ্য হবে। সর্বত্র শিব!
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান একটি টুইটের মাধ্যমে বলেন, রাজ্য আনন্দে দুলছে। এই দিনটি মধ্যপ্রদেশের ইতিহাসে চির অমর হয়ে থাকবে। উজ্জয়িনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রী মহাকাল মহারাজ, যাঁর কৃপা সর্বদা মধ্যপ্রদেশ ও দেশের উপর বর্ষিত হয়, তাঁর কৃপায় শ্রী মহাকাল লোকের সৃষ্টি হয়েছে চমৎকারভাবে। শক্তির ঐশ্বরিক ও অনন্য স্থান উজ্জয়িনীর পবিত্র ভূমিতে তাঁর সফরে সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক স্বাগত জানাই। আমরা সকলেই অভিভূত যে শ্রী মহাকাল লোক বাবা মহাকালকে উৎসর্গ করার এই অনন্য মুহূর্তটি দেখার সৌভাগ্য পাচ্ছেন। জয় মহাকাল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *