Sharad Pawar:শারদ পাওয়ার এবং রাওসাহেব দানভের বৈঠক, উত্তপ্ত মহারাষ্ট্রের রাজনীতি

মুম্বই, ৯ অক্টোবর (হি.স.) : ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) সভাপতি শরদ পাওয়ার এবং বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাওসাহেব দানভের বৈঠক নিয়ে ফের উত্তপ্ত মহারাষ্ট্রের রাজনীতি। রবিবার ঔরঙ্গাবাদে এই দুই নেতাও একই গাড়িতে ঘুরেছেন।

তথ্য অনুযায়ী, রবিবার কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে ঔরঙ্গাবাদে এনসিপি সভাপতি শরদ পাওয়ার যে হোটেলে রয়েছেন সেখানে তিনি আসেন। এরপর দুই নেতা একই গাড়িতে যাত্রা করেন। নির্বাচন কমিশন শিবসেনা এবং তার নির্বাচনী প্রতীক ব্যবহার নিষিদ্ধ করার পরে আজ শরদ পাওয়ার এবং রাওসাহেব দানভের বৈঠকের বিভিন্ন অর্থ নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে উভয় নেতার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
প্রকৃতপক্ষে, শরদ পাওয়ার রাজনীতির একজন অত্যন্ত চতুর খেলোয়াড় এবং যে কোনো সময় রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারদর্শী। তাই শিবসেনায় বিচ্ছেদ ও পরবর্তীতে শিবসেনা ও তার নির্বাচনী প্রতীক কেড়ে নেওয়ার পর এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *