আগামী বছর থেকে মহিলা অগ্নিবীরদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে : ভি আর চৌধুরী

চন্ডীগড়, ৮ অক্টোবর (হি.স.): আগামী বছর থেকে ভারতীয় বায়ুসেনার মহিলা অগ্নিবীরদের অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। জানালেন ভারতীয় বায়ুসেনা প্রধান বিবেক রাম চৌধুরী। শনিবার সকালে চন্ডীগড়ের বায়ুসেনা ঘাঁটিতে উদযাপিত হয় ভারতীয় বায়ুসেনার ৯০-তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী বলেছেন, আগামী বছর থেকে মহিলা অগ্নিবীরদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ জন্য পরিকাঠামো তৈরির কাজও চলছে।

বায়ুসেনা প্রধান এদিন আরও জানিয়েছেন, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে বায়ুসেনায় বিমান যোদ্ধাদের অন্তর্ভুক্তি করা আমাদের সকলের জন্য একটি চ্যালেঞ্জ। কিন্তু আরও গুরুত্বপূর্ণ হল, এর সৌজন্যে আমাদের যুব সমাজের সম্ভাবনাকে কাজে লাগানো যাবে এবং দেশের সেবা করার লক্ষ্যে চালিত করার একটি সুযোগ মিলবে। বায়ুসেনা প্রধান জানিয়েছেন, প্রতিটি অগ্নিবীর ভারতীয় বায়ুসেনায় নিজেদের ক্যারিয়ার শুরু করার জন্য সঠিক দক্ষতা ও জ্ঞানে সজ্জিত কি-না তা নিশ্চিত করতে আমরা আমাদের অপারেশনাল ট্রেনিং পদ্ধতি পরিবর্তন করেছি। এই বছরের ডিসেম্বরে, আমরা প্রাথমিক প্রশিক্ষণের জন্য ৩ হাজার অগ্নিবীর বায়ুকে অন্তর্ভুক্ত করব। আগামী বছরগুলিতে এই সংখ্যা আরও বাড়বে।
বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী বলেছেন, এই ঐতিহাসিক ক্ষণে এটা ঘোষণা করা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে সরকার ভারতীয় বিমান বাহিনীর অফিসারদের জন্য একটি অস্ত্র সিস্টেম শাখা তৈরির অনুমোদন দিয়েছে। তিনি জানান, স্বাধীনতার পর এই প্রথম নতুন অপারেশনাল শাখা তৈরি করা হচ্ছে। এই শাখা তৈরির ফলে ফ্লাইং ট্রেনিং-এর খরচ কমে যাওয়ায় ৩,৪০০ কোটি টাকার বেশি সাশ্রয় হবে।