৩-দিনের সফরে রবিবার গুজরাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩-দিনের সফরে রবিবার গুজরাটে যাচ্ছেন। এই সময় তিনি মহেসানা, ভারুচ, আনন্দ, জামনগর, রাজকোট এবং আহমেদাবাদ যাবেন। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী উত্তর গুজরাটের মহেসানায় ২ হাজার ৮৯০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সূর্য মন্দিরের জন্য পরিচিত গুজরাটের মোধেরা দেশের প্রথম সৌর শক্তি চালিত গ্রাম।প্রধানমন্ত্রী রবিবার গ্রামটিকে দেশের প্রথম সৌর শক্তি চালিত গ্রামের স্বীকৃতি দেবেন।প্রকল্পটি ৮০ কোটি টাকা ব্যয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগ নির্মিত। এছাড়াও গুজরাটে আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *