নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ রবিবার কোজাগরী লক্ষ্মী পূজো৷ ধন এবং সম্পদের দেবী শ্রী শ্রী মহালক্ষী কোজাগরী লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মের লোকেরা বিরামহীন ব্যস্ত৷ শনিবার সকাল থেকেই লক্ষ্মী পূজোর বাজারে খুব গরম৷ এমনই একটি চিএ ধরা পড়লো রাজ্যের দ্বিতীয় বাণিজ্যিক শহর ধর্মনগরে৷ তবে নিম্নবিত্ত শ্রেণীর মানুষের মাথার হাত৷ কেননা বিগত বছরের তুলনায় এই বছর প্রতিমা থেকে শুরু করে পূজার আনুসাঙ্গিক সমস্ত জিনিস পএের দাম লাগামহীন৷ গত বছর যে মূর্তির দাম দুইশত টাকা থেকে তিনশত টাকা ছিল তা বেড়ে হয়েছে তিনগুন৷ যার ফলে মূর্তির বাজারে গিয়ে ও মূর্তি কেনার সাহস করতে পারছে না অনেকেই৷ তবে মূর্তিতো কিনতেই হবে৷ তাই অন্যান্য দিক দিয়ে খরচ কমিয়ে মূর্তি কিনছেন অনেকেই৷ পাশাপাশি অনেক প্রতিমা বিক্রেতারা মেলাঘর থেকে প্রতিমা নিয়ে এসেছেন ধর্মনগর শহরে বিক্রয়ের আশায়৷ ফল পসারীর দামও রয়েছে অস্বাভাবিক৷ তারপর ও কোজাগরী লক্ষী পূজা ঘিরে ধনের দেবীকে ঘরে তোলা গৃহস্থের সামর্থ্য অনুযায়ী ধর্মীয় আচার নিষ্টা সহ দেবীকে অর্চনার বিষয়টি প্রতিটি মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না৷ তবে আর যাই হোক যাই হউক কোজাগরী লক্ষী পূজাকে কেন্দ্র করে বাড়ি ঘরে মা-বোনেরা সবাই ব্যস্ত লক্ষী পূজাকে কেন্দ্র করে৷
2022-10-08