ওয়াশিংটন, ৮ অক্টোবর (হি.স.): রাশিয়ার তেল পরিহার করার জন্য ভারত কোনও বৈশ্বিক চাপের মধ্যে নেই। জানিয়ে দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি। ভারতীয় সময় অনুযায়ী শনিবার সকালে আমেরিকার ওয়াশিংটন ডিসি-তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ভারতীয় জনসংখ্যার স্বার্থে যেখান থেকে প্রয়োজন সেখান থেকেই তেল কিনবে। তাঁকে প্রশ্ন করা হয়, কেউ কী রাশিয়ান তেল কেনা বন্ধ করতে বলেছে? উত্তরে হরদীপ সিং পুরি জানান, একেবারেই ‘না’।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, আমেরিকা-ভারত কৌশলগত ক্লিন এনার্জি পার্টনারশিপ মিনিস্ট্রিয়াল মিটিং-এ ৫টি ওয়ার্কিং গ্রুপের কাজ পর্যালোচনা করা হয়েছে। উভয় পক্ষই সবুজ শক্তিতে অংশীদারিত্বকে শক্তিশালী ও নিবিড় করার জন্য সংকল্পবদ্ধ। হরদীপ সিং পুরি আরও জানিয়েছেন, পেট্রোল এবং ডিজেলের পরিপ্রেক্ষিতে, যদি উত্তর আমেরিকায় বৃদ্ধি ৪৩-৪৬% হয়, ভারতে আমরা দাম মাত্র ২ শতাংশ অথবা তার বেশি বাড়তে দিই। গ্যাসের পরিপ্রেক্ষিতে, গ্লোবাল বেঞ্চমার্ক ২৬০-২৮০% বেড়েছে এবং গ্যাসের দাম বৃদ্ধি ধারণ করার আমাদের নিজস্ব ক্ষমতা প্রায় ৭০ শতাংশ ছিল।