পাক নৌকা থেকে ৩৫০ কোটির ৫০ কেজি হেরোইন উদ্ধার, পাকড়াও ৬ সন্দেহভাজন

কচ্ছ, ৮ অক্টোবর (হি.স.): পাকিস্তান থেকে আসা নৌকা থেকে মাঝসমুদ্রে ৩৫০ কোটি টাকা মূল্যের ৫০ কেজি হেরোইন! হেরোইন–সহ ৬ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী এবং গুজরাট এটিএস-এর যৌথ দল। বাজেয়াপ্ত করা হয়েছে ‘আল সাকার’ নামক ওই নৌকাটিকে। পাকিস্তানি নৌকাটিকে নিয়ে আসা হয়েছে জাখাউতে।

ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার অনেক সকালের দিকে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও গুজরাট এটিএস যৌথ অভিযান চালিয়ে আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার কাছে একটি নৌকাকে আটক করে। ওই নৌকায় ৬ জন ছিল, সকলকে গ্রেফতার করা হয়। নৌকা থেকে উদ্ধার হয়েছে ৩৫০ কোটি টাকা মূল্যের ৫০ কেজি হেরোইন।