BJP:ত্রিপুরায় ২০২৩ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে প্রদেশ বিজেপি গড়ল পরিচালন কমিটি

আগরতলা, ৭ অক্টোবর (হি. স.) : লক্ষ্য ২০২৩ বিধানসভা নির্বাচন। ত্রিপুরায় প্রদেশ বিজেপি তাই নির্বাচন পরিচালন কমিটি গঠন করেছে। ১৬ সদস্যক ওই কমিটির নেতৃত্বে থাকবেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, ওই কমিটিতে একজন বিশেষ সদস্য এবং ৩ জন বিশেষ আমন্ত্রিত সদস্য রয়েছেন। পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা, রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতি ত্রিপুরা, মন্ত্রীদ্বয় রতনলাল নাথ, ভগবান চন্দ্র দাস, সংগঠন সাধারণ সম্পাদক ফনীন্দ্র নাথ শর্মা, সাধারণ সম্পাদকত্রয় টিংকু রায়, পাপিয়া দত্ত ও কিশোর বর্মন।

এছাড়া, বিশেষ সদস্য হিসেবে রয়েছেন মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মা। বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন রাষ্ট্রীয় প্রবক্তা সাংসদ ড. সম্বিত পাত্রা, রাষ্ট্রীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এবং প্রদেশ প্রভারী সাংসদ ডা: মহেশ শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *