আগরতলা, ৭ অক্টোবর (হি. স.) : আগামী ১৪ অক্টোবর ত্রিপুরা সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রাথমিক সফর সূচী অনুযায়ী তিনি রেলওয়ের একাধিক প্রকল্পের সূচনা করবেন।পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সুত্রে জানা গেছে, ০২৫১৮/১৭ গুয়াহাটি থেকে কলকাতা এক্সপ্রেস ট্রেন আগরতলা পর্যন্ত সম্প্রসারিত হবে। রাষ্ট্রপতি ওই ট্রেনের ফ্ল্যাগ অফ করবেন। এছাড়া আগরতলা-জিরিবাম-আগরতলা জন শতাব্দী এক্সপ্রেস মণিপুরের খুঙ্গসাং পর্যন্ত সম্প্রসারিত হবে। তাতে নতুন এলএইচবি রেক এবং ভিস্তাডোম কোচ জুড়বে। রাষ্ট্রপতি ওই ট্রেনেরও ফ্ল্যাগ অফ করবেন। সাথে নিশ্চিন্তপুরে রেলওয়ের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড জাতির উদ্দেশ্যে তিনি উত্সর্গ করবেন।
2022-10-07