Accident:গাড়ির ধাক্কায় নিহত শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ বাড়ি ফেরার সময় দুর্গামণ্ডপের সামনে গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক শ্রমিক৷ ঘটনা মঙ্গলবার সকালে মোহনপুর মহকুমার শ্যামপাড়া চলন্তিকা ক্লাব সংলগ্ণ সড়কে৷ খবর পেয়ে ছুটে আসে পরিবারের সদস্যরা৷ তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তাঁর অবস্থা বেগতিক দেখে জিবিতে স্থানান্তর করে দেন৷ তবে স্বাস্থ্য কেন্দ্রের অ্যাম্বুলেন্স খারাপ থাকায় অন্যগাড়ির ব্যবস্থা করে পাঠাতে কিছুতে সময় লেগে যায় বলে পরিবারের অভিযোগ৷ অবশেষে জিবিতে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মুকেশ সিং-র৷ এই ঘটনায় পরিবারের নেমে এসেছে শোকের ছায়া৷ জানা গেছে মৃত শ্রমিকের বাড়ি বিহার৷ কিন্তু স্থানীয় এক মহিলাকে বিয়ে করে ব্রহ্মকুন্ড এলাকায় বসবাস করত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *