নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ এয়ারপোর্ট থানাধীন তুফানিয়া লুঙ্গার জোমটিলা এলাকা থেকে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহে উদ্ধার হয়৷ মৃত গৃহবধূর নাম পিংকি রায়, বয়স ৩৩ বছর৷
জানা যায় পিংকি রায় রবিবার রাতে নিজ ঘরে দুই ছেলেকে সাথে নিয়ে ঘুমিয়ে ছিলেন৷ স্বামী অরনজীত রায় বাড়ির পাশে রাতভর দুর্গাপূজাতে ছিলেন৷ সোমবার মৃতার ছোট ছেলে ঘুম থেকে উঠে দেখতে পায় তাদের মা ঘরের অভ্যন্তরে ফাঁসিতে ঝুলছে৷ সাথে সাথে সে চিৎকার শুরু করে৷ তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসে৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়৷ মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে৷ পরিবারের সদস্যরা জানান ১৭ বছর আগে বিয়ে হয় তাদের৷ পরিবারের মধ্যে ছিল ঝামেলা৷ তবে পিংকি রায়ের মৃত্যু নিয়ে প্রশ্ণ তোলেন তারা৷
2022-10-06