Bamutia:বামুটিয়ায় হাতেনাতে আটক চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তালতলা ইসকন বিদ্যালয় থেকে কাজের সামগ্রী চুরি যাচ্ছে বেশ কয়েকদিন যাবত৷ অবশেষে চোরকে আটক করা হয় তেবাড়িয়া সবুজ সংঘ এলাকায়৷ তেবাড়িয়া এলাকার বাসিন্দা অসীম দাস নামে এক রাজমিস্ত্রি তালতলা ইসকন বিদ্যালয়ে কাজ করছেন৷ তার সামগ্রী চুরি হওয়ায় তিনি চোর ধরার অপেক্ষায় ছিলেন৷ তারই মধ্যে সোমবার বিদ্যালয় বন্ধ থাকার সময় জিনিস চুরি হয়৷ মঙ্গলবার টুটন বিশ্বাস নামে সেই চোরকে আটক করতে সক্ষম হন তেবাড়িয়া সবুজ সংঘ এলাকায়৷ তার বাড়ি উত্তর লক্ষ্মিলুঙ্গা গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে৷ পরে মালিককে চুরি যাওয়া সামগ্রী ফেরত দেওয়ার আশ্বাসে থানা পর্যন্ত মামলা গড়ায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *