Tripura:উত্তর গেইট এলাকায় দশমীর রাতে ভীড়ে আটকে গেল অ্যাম্বুলেন্স, অল্পতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷  যানজটে দাঁড়িয়ে গেল অ্যাম্বুলেন্স৷ দশমীর রাতে আগরতলার উত্তর গেইট সংলগ্ণ এলাকায় বেহাল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে রাস্তার মাঝে আটকে পড়ে অ্যাম্বুলেন্স৷ অবশ্য কিছুক্ষন পর কর্তব্যরত ট্রাফিক অফিসার জেগে উঠলে স্বাভাবিক হয় যানজট৷ সার্বজনীন উৎসবে আনন্দটা স্বাভাবিক৷ কিন্তু এই উৎসবের আনন্দ যাতে কারোর নিরানন্দে পরিণত না হয় তার জন্য দায়িত্বে রয়েছে পুলিশ প্রশাসন এবং ট্রাফিক দপ্তর৷ কিন্তু ষষ্ঠীর রাত থেকে শহরে নামে জনঢল৷ রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে মানুষ রাজধানীতে পূজা দেখতে আসে৷ শহরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা সহ আগরতলার উত্তর গেইট সংলগ্ণ এলাকাও এর ব্যতিক্রম ছিল না৷ কিন্তু আচমকাই রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্স জিবিতে যাওয়ার পথে এখানে আটকে যায় যানজটে৷ দীর্ঘ সময় পর্যন্ত অ্যাম্বুলেন্সটি ঠায় দাঁড়িয়ে থাকে৷ এগিয়ে যাওয়ার কোনো উপায় নেই৷ নেই কোনো ট্রাফিক৷ এক ট্রাফিক পুলিশ কর্মী এসে জ্যাম পরিষ্কার করেন৷ তখনই রোগীকে নিয়ে জিবিতে যাওয়ার পথ বের হয় অ্যাম্বুলেন্সের৷ আসলে বিষয়টা হলো ট্রাফিকের গাফিলতি নাকি ট্রাফিকের ডিউটি সে জায়গায় ছিল না৷
কিন্তু প্রশ্ণ হলো সেই সময়ে অ্যাম্বুলেন্সে রোগীর কিছু হলে এর জন্য দায়ী থাকতো কে ? নাকি কিছু একটা ঘটে গেলে বরাবরের মতোই কাঁদতে হতো নীরবে – নিভৃতে৷ কিন্তু এদিন শহরে ব্যাপক যানজট পরিলক্ষিত হয়৷ নবমীর রাত ঝমঝমিয়ে বৃষ্টি থাকায় মানুষ পূজা দেখতে বাড়ি থেকে বের হতে পারেনি৷ দশমীর দিন বিকাল থেকেই শহরে ভিড় বাড়তে শুরু করে৷ কিন্তু সন্ধ্যা হতে না হতেই শহরে নো এন্ট্রি এড়িয়ে মানুষ পূজা দেখতে বের হয়৷ সর্বত্র ছিল বেসামাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *