জম্মু ও কাশ্মীরে গুলির লড়াইনিহত ৩ জইশ জঙ্গিখতম আরও এক লস্কর-ই-তইবা সদস্য

শ্রীনগর, ৫ অক্টোবর (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে চার জঙ্গি নিহত হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহত চার জঙ্গির মধ্যে তিন জন জইশ-ই-মহম্মদ জঙ্গি দলের। আর এক জঙ্গি লস্কর-ই-তইবার সদস্য। সোপিয়ানের দ্রাস এলাকায় গুলির লড়াইয়ে তিন জইশ জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে দু’জনকে চিহ্নিত করেছে পুলিশ।

এলাকায় জঙ্গি রয়েছে, গোপন সূত্রে এই খবর পেয়ে মঙ্গলবার রাতে সোপিয়ানের দ্রাস ও মোলু এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেই সময়ই গুলির লড়াই শুরু হয়। মোলু এলাকায় এখনও গুলির লড়াই চলছে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে এক জনের নাম হানান বিন ইয়াকুব। অপর জঙ্গির নাম জামশেদ। সম্প্রতি পুলওয়ামায় এক পুলিশ আধিকারিক ও এক শ্রমিককে হত্যায় ওই জঙ্গিরা যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।