উত্তরাখণ্ডের পাউরিতে ৫০০-মিটার খাদে পড়ল বাস, মৃত্যু ২৫ জন যাত্রীর

পাউরি গাড়োয়াল, ৫ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়াল জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০-মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে সিমডি গ্রামের কাছে রিখনিখাল-বিরোখাল রোডে। দুর্ঘটনাগ্রস্ত বাসে ৪০-৫০ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে।

ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, মঙ্গলবার রাতে ধুমাকোটের বিরোখাল এলাকায় গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৫ জনের, সারারাত উদ্ধারকাজ চালিয়ে ২১ জনকে উদ্ধার করেছে পুলিশ ও এসডিআরএফ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরিদ্বারের পুলিশ সুপার (শহর) স্বতন্ত্র কে সিং জানিয়েছেন, মহিলা ও শিশু-সহ ৪০-৪২ জন ছিলেন ওই বাসে। হরিদ্বারের লালধ্যাং থেকে একটি বাসে রওনা হয়েছিলেন বিয়েবাড়ির যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *