খেদা, ৪ অক্টোবর (হি.স.): নবরাত্রি উদযাপনের সময় গুজরাটের খেদা জেলায় ঝামেলা! পাথর নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন ৬ জন, ভেঙেছে সরপঞ্চের গাড়ির কাচও। আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হলে, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মাতার তালুকার অন্তর্গত উন্ধেলা গ্রামে।
ডিএসপি (খেদা) রাজেশ গান্ধিয়া জানিয়েছেন, সোমবার রাতে উন্ধেলা গ্রামে নবরাত্রি উদযাপনের সময় আরিফ ও জহির নামে দু”জনের নেতৃত্বে একটি গোষ্ঠী ঝামেলা শুরু করে। পরে তারা পাথর ছুঁড়লে ৬ জন আহত হন। ডিএসপি আরও জানিয়েছেন, অভিযুক্তদের শীঘ্রই চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কী কারণে এই ঝামেলার সূত্রপাত, তা জানা যায়নি।
ডিএসপি নাদিয়াদ ভি আর বাজপেয়ী জানিয়েছেন, মহিলা-সহ ১৫০-২০০ জন ঝামেলা বাধায়। সরপঞ্চ ৪৩ জনকে শনাক্ত করেছেন, ১০-১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, সোমবার রাতে খেদার ওই গ্রামে গড়বা অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল মুসলিমদের একটি গোষ্ঠী। সরপঞ্চের গাড়ি ভাঙচুর করা হয়েছে, মন্দিরের পাথর ছোড়া হয়। তদন্ত শুরু হয়েছে।