নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): দেশজুড়ে মহাসমারোহে উদযাপিত হচ্ছে নবরাত্রি। প্রতিদিন মা দুর্গার আরাধনা করা হচ্ছে আলাদা আলাদা রুপে। নবরাত্রির নবম দিনে মঙ্গলবার সিদ্ধিদাত্রী রুপে পূজিত হচ্ছেন দেবী দূর্গা। দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে সকাল থেকেই চোখে পড়েছে উপচে পড়া ভিড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রির নবম দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মহানবমীতে সিদ্ধিদাত্রীর কাছে দেশবাসীর মঙ্গল কামনা করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এদিন সকালে টুইট করে জানিয়েছেন, নবরাত্রির মহানবমী মা সিদ্ধিদাত্রীকে উৎসর্গ করা হয়। আপনারা সবাই যেন কর্তব্যের পথে চলার অনুপ্রেরণা পান, সেই সঙ্গে জীবনে সফলতা ও সাফল্য লাভ করেন এই কামনা করছি। আন্তরিক অভিনন্দন!