কলকাতা, ৪ অক্টোবর (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত ভারী বৃষ্টিপাতের বিশেষ কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হবে ঠিকই, তবে হালকা থেকে মাঝারি। যদিও, উত্তরবঙ্গে বেশি দাপট দেখাতে পারে বর্ষণ। কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ আপাতত মেঘলা থাকবে। দশমীর পর আবহাওয়ার উন্নতি হতে পারে, কমতে পারে বৃষ্টি, দেখা মিলতে পারে রোদের।
মঙ্গলবার সকাল থেকে অবশ্য রোদের দেখা মিলেছে, মাঝেমধ্যে আকাশে ঢেকে যায় মেঘে। এদিন সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন ছিল কলকাতার আকাশ। মেঘাচ্ছন্ন আকাশের সৌজন্যে আর্দ্রতাজনিত অস্বস্তি মোটেও নেই। পুজোর মধ্যে মনোরম আবহ তিলোত্তমায়। গ্রাম বাংলার আবহাওয়া আরও বেশি মনোরম। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস।